আগাম জামিন বা  Anticipatory Bail কি?
আগাম জামিন বা Anticipatory Bail কি?

যখন কোন ব্যাক্তির গ্রেপ্তার হবার আশংকা থাকে অথবা  তিনি মনে করেন পুলিশ তাকে গ্রেফতার করতে পারেন তখন তিনি আদালতের দারস্ত হতে পারেন। আদালত যদি জামিন আবেদন বিবেচনায় নিয়ে জামিন প্রদান করেন, তখন তাকে Anticipatory Bail বা আগাম জামিন বলে।
 
অভিযুক্ত ব্যক্তি অনেক সময় গ্রেপ্তারের আগেই আদালত থেকে জামিন গ্রহণ করতে পারেন। অর্থাত যখন কোন ব্যাক্তির নিকট বিশ্বাস করার এমন কারণ থাকে যে, তিনি কোন জামিন অযোগ্য ফৌজদারি  অপরাধের অভিযোগে গ্রেপ্তার হতে পারেন, তখন তিনি হাইকোর্ট বিভাগে বা দায়রা জজ আদালতে জামিনের  জন্য আবেদন করলে আদালত যদি যথাযথ মনে করেন তাহলে আবেদনকারীকে  আগাম জামিনের আদেশ করতে পারেন। 
 
আগাম জামিন অনুমোদন করার জন্য আইনে কোন নির্দিষ্ট ধারা না থাকলেও  ফৌজদারি কার্যবিধির ৪৯৮ ধারার ব্যাখ্যা মতে “হাইকোর্ট বিভাগ বা দায়রা জজ আদালত যে কোন ক্ষেত্রে যে কোন ব্যাক্তিকে জামিন মঞ্জুর করার আদেশ দিতে  পারেন।
 
'আগাম জামিন' পেতে আদালতকে আশ্বস্ত করতে হবে যে, গ্রেপ্তারের আশঙ্কা বিদ্যমান এবং গ্রেফতারের লক্ষ অসৎ। আদালত জামিন দিলে পলাতক হবেনা,  আদালতের নির্দেশমাত্র হাজির থাকবেন।

আরও টিপস