৩০ এপ্রিল থেকে নারায়ণগঞ্জে আয়কর জরিপ শুরু
“আয়কর প্রবৃদ্ধি দেশ হবে সমৃদ্ধি”-এ শ্লোগানে আগামী ৩০ এপ্রিল থেকে শুরু হবে নারায়ণগঞ্জে আয়করদাতা ও প্রতিষ্ঠানের জরিপ। এদিন সকালে আয়কর জরিপ কার্যক্রমের উদ্বোধন করবেন নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ অঞ্চলের কর কমিশনার জনাব মো. নাজমুল করিম।
জরিপকালে ব্যবসা প্রতিষ্ঠান, গৃহ সংক্রান্ত অথবা চাকুরী সুত্রে যারা করদাতা তাদের কর অঞ্চলের জরিপ দলের সদস্যরা ট্রেড লাইসেন্স, এনআইডি, টিআইএন সহ অন্যান্য দলিলপত্র দেখে তাদের জরিপ করবেন। এজন্য সকলকে সহযোগিতা করার আহবান জানিয়েছেন কর কমিশনার জনাব মো. নাজমুল করিম।
করদাতাদের জরিপের সুবিধার্থে তাদের টিআইএন সার্টিফিকেট প্রতিষ্ঠানে ঝুলিয়ে রাখার নির্দেশনা দেয়া হয়েছে।