২০১৯-২০ প্রস্তাবিত বাজেটে সঞ্চয়পত্রের মুনাফায় উৎসে কর দ্বিগুণ ও বিনিয়োগে নীতিমালা কঠোর হচ্ছে
২০১৯-২০ প্রস্তাবিত বাজেটে সঞ্চয়পত্রের মুনাফায় উৎসে কর দ্বিগুণ ও বিনিয়োগে নীতিমালা কঠোর হচ্ছে

আগামী ২০১৯-২০২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সঞ্চয়পত্রের মুনাফার উপরে কর আরোপ করা হয়েছে। পাশাপাশি কঠোর করা হয়েছে সঞ্চয়পত্র কেনার নিয়ম।

২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সঞ্চয়পত্রের মুনাফার ওপর আরোপিত উৎসে কর ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে। একই সঙ্গে সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে নীতিমালা কঠোর করা হয়েছে। অনলাইনে সঞ্চয়পত্র কিনতে হবে। ১ লাখ টাকার বেশি কিনলে ব্যাংক চেকে টাকা দিতে হবে। লাগবে টিআইএন নম্বর ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।

 

সূত্র মতে  , সঞ্চয়পত্রের মুনাফার ওপর আরোপিত ১০ শতাংশ উৎসে কর ১ জুলাই থেকেই কার্যকর হবে।

 

যারা আগের কেনা সঞ্চয়পত্রের জমানো মুনাফা এখনও তোলেননি, তারা ৩০ জুনের মধ্যে তুললে ৫ শতাংশ উৎসে কর দিয়েই তুলতে পারবেন। এরপর তুললে ১০ শতাংশ উৎসে কর দিতে হবে।

 

[মোঃ শরীফুল ইসলাম শিপলু -
অ্যাডভোকেট, আয়কর উপদেষ্টা]

আরও টিপস